লাল শাপলা বা
রক্ত কমল একটি নয়নাভিরাম জলজ উদ্ভিদ।
এটি শাপলার আরো একটা প্রজাতি। এর পাতা এবং বোঁটা লালচে সবুজ। এই ফুল প্রায় ১০-২০ সেমি
চওড়া। এর অনেকগুলি পাপড়ি আছে এবং পাপড়ির রঙ লাল। এই ফুলের গোলাকার ফলে
অনেকগুলো ছোট ছোট বীজ হয়। এর বীজ খাওয়া যায়। গোঁড়ার চারা থেকে চাষ করা হয়। বাংলাদেশের আনাচে-কানাচে ছোট-বড় জলাশয়ে ফুটতে দেখা যায়। লাল শাপলা ভোর রাত কিংবা সকাল থেকে ফুটে থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে পাপড়ী গুলো বুজে আসে। এর বৈজ্ঞানিক নাম (
Nymphaea rubra)।
(ছবি তোলা হয়েছে-পাবনা জেলার ঈশ্বরদী পৌরসভার ফিসারিজ ও উমিরপুর মসজিদের মাঝামাঝি পাশের ছোট্ট জলাশয় থেকে।)
No comments