কাঠঠোকরা পাখি (Woodpecker)
কাঠঠোকরা খুব সুন্দর একটি পাখি। এটি বাংলাদেশের সব জায়গাতেই কম বেশি দেখা যায়। বিভিন্ন রঙ এর কাঠঠোকরা দেখতে পাওয়া যায়। সুচালো ঠোঁট দিয়ে গাছের ভিতর গর্ত করে এর ভিতরে থাকতে ভালোবাসে। গাছে বাসা বানানোর জন্য অনবরত ঠুক ঠুক করে শব্দ করে গর্ত তৈরী করে। এই পাখির মাথা লাল বর্নের এবং শরীরটা সবুজাভ। এটি কর্ডাটা পর্বের প্রাণী, যার বৈজ্ঞানিক নাম হল- (Dinopium benghalense),
(ছবি তোলা হয়েছে-পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাধীন পাকশী ইউনিয়নের বাঘইল মল্লিকপাড়া গ্রাম থেকে)
No comments